গণতন্ত্রের স্বার্থে দেশে অতিদ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন : খালেদা

গণতন্ত্রের স্বার্থে দেশে অতিদ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন : খালেদা

khaleda19বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে অতিদ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন। ক্ষমতা থেকে এই সরকারকে বিদায় নিতেই হবে।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কাউন্সিলে এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, বিগত নির্বাচনে শুধু ১৯দলীয় জোট নয়, অনেক ছোট-খাট দলও অংশ নেয়নি। সেখানে অধিকাংশই বিনা ভোটে জয়ী হয়েছে। বর্তমান সরকার জনসমর্থনহীন অবৈধ সরকার। গণতন্ত্র টিকিয়ে রাখার জন্যই এবং গণতন্ত্রের স্বার্থেই অবিলম্বে এ দেশে আরেকটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।

তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। দেশে গণতন্ত্র নেই বলে গুম-হত্যাসহ নানা অন্যায় অবিচার চলছে।

খালেদা জিয়া বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান অবৈধ সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না। তাদের অচিরেই বিদায় নিতে হবে। সরকার পতনের আন্দোলন কেউ ঠেকাতে পারবে না।

খালেদা জিয়া বলেন, এরশাদকে সঙ্গে নিয়ে পার পাবে না আওয়ামী লীগ। এই সরকারকে দ্রুত বিদায় নিতে হবে এবং জনগণের কাছে হিসাব দিতে হবে।

তিনি বলেন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, পাবলিক প্রশাসনসহ সব কিছুই এরা দলীয়করণ করেছে।

খালেদা জিয়া বলেন, সরকারের দলীয়করণ ও স্বজনপ্রীতির জন্য গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ৫ বছরে নতুন কোনো শিল্প কল-কারখানা হয়নি।

এর আগে ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সঙ্গীতের পর বেগম খালেদা জিয়া বেলুন ও কবুতর উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন তিনি।

শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংগঠনের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার, সাবেক এমপি ও শ্রমিক নেতা আবু জাফর, আবুল কাশেম প্রমুখ।

এছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আবদুল মঈন খান, এমকে আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাবেক এমপি শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ বিএনপি ও আয়োজক সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

রাজনীতি শীর্ষ খবর