পাকিস্তানের বন্দর নগরী করাচি থেকে জাতিসংঘের দুই স্থানীয় কর্মীকে অপহরণ করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে তাদের অপহরণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গাড়ির জন্য সামি নওয়াজ ও ফারুক সেলিম নামে ওই দুই ব্যক্তিকে অপহরণ করা হয়েছে।
অপহরণের পর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মোবাইল ফোনের সিগন্যালের সূত্র ধরে পুলিশ তাদের খোঁজে উদ্ধার অভিযান শুরু করেছে।তবে কোনো গোষ্ঠী এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।