বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তিটা এখনও অমীমাংসিত। এদিকে পিএসজি তাকে হাতছানি দিয়ে ডাকছে। বার্সার জন্য উত্তরণের পথ এখন একটাই_ আর্জেন্টাইন স্ট্রাইকারটির সঙ্গে এমন একটা চুক্তি যা তাকে পেঁৗছে দেবে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের সিংহাসনে। দুই মৌসুম ট্রান্সফার নিষেধাজ্ঞায় থাকায় বার্সা হয়তো শেষ পর্যন্ত এই পথটাই বেছে নেবে। ব্রিটিশ ফুটবল ওয়েবসাইট গোল ডটকমের সম্পাদকীয় প্রকাশ করেছে, মেসিকে পাঁচ বছর মেয়াদের একটি চুক্তির প্রস্তাব দেবে বার্সা, যার আর্থিক মূল্য ২০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ, মৌসুমপ্রতি ৪০ মিলিয়ন ইউরো। ওয়েবসাইটটির মতে, মেসি তার পরও নাকি অখুশী! নিজের পা দুটিকে এর থেকেও দামি বলেই মনে করেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারটি। মেসির সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০১৮ সালে। আর্জেন্টাইন স্ট্রাইকারটির বয়স ইঙ্গিত দিচ্ছে, এর থেকে বেশি পারিশ্রমিকের প্রস্তাব আর পাবেন না তিনি।
বার্সার বহরে নেইমার যোগ দেওয়ার পর ক্লাবটির কিংবদন্তি ইয়োহান ত্রুক্রয়েফের মন্তব্যটা ছিল বেশ সাহসী_ ‘মেসিকে বেচে দেওয়া হোক। কারণ এক জাহাজে কখনোই দুই ক্যাপ্টেন থাকতে পারে না।’ মৌসুমের এ পথ পর্যন্ত ত্রুক্রয়েফই জয়ী। কারণ মাঠের লড়াইয়ে মেসি-নেইমার জুটি কিন্তু ঠিক জমছে না। সুযোগ বুঝে স্প্যানিশ গণমাধ্যমগুলোও চাউড় করে প্রচার করছে যে, বার্সা গোপনে মেসিকে বেচার পরিকল্পনা করছে! ফুটবলের ইতিহাসে এটাই নাকি হবে সবেচেয়ে দামি ট্রান্সফার।
আর্থিক দিক বিবেচনায় এ মুহূর্তে মেসিকে কেনার মতো অবস্থায় আছে দুটি ক্লাব_ ম্যানসিটি এবং পিএসজি। ট্রান্সফার নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার জন্য ইতিমধ্যেই ফিফার কাছে আবেদন করেছে বার্সা। দল পুনর্গঠনের জন্য সিদ্ধান্তটি পাল্টানোর চেষ্টা করা ছাড়া পথ নেই তাদের হাতে। মেসিকে বেচে প্রাপ্ত অর্থটা সেই খাতে ব্যয় করতে পারে বার্সা। অথবা, দলের প্রাণভোমরাটির হাতেই ২০০ মিলিয়ন ইউরো সঁপে তার মন ভালো করার চেষ্টা করতে পারেন ক্লাবটির সভাপতি হোসে বার্তেমোউ।
সত্যি বলতে, বার্সার হয়ে আর কিছুই জয়ের বাকি নেই মেসির। সময়টা তাই এখন নতুন চ্যালেঞ্জ নেওয়ার। পেপ গার্দিওলা বার্সাকে থরে-বিথরে শিরোপা জেতানোর পরও প্রস্থান করেছেন। তাই মেসি ন্যু-ক্যাম্প ছাড়লে সেটা মোটেও অস্বাভাবিক কিছু হবে না। চলতি মৌসুমে তার পারফম্যান্সও সেরকম ইঙ্গিতই দিচ্ছে। ৪১ ম্যাচে তার গোলসংখ্যা মাত্র ৩৮টি। সমানসংখ্যক ম্যাচ খেলে তার থেকে ৭টি গোল বেশি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে মেসি ইনজুরিতেও পড়েছেন কয়েক দফা। আর বার্সাও ক্ষণ গুনছে ৬ বছর পর প্রথমবারের মতো বড় কোনো শিরোপা না জিতেই মৌসুম শেষ করার। অর্থাৎ, পরিস্থিতিটা সব মিলিয়ে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারটির ট্রান্সফারের জন্য বেশ সুবিধাজনক। এখন ফিফার শাস্তি বার্সা ওল্টাতে পারলেই হয়, এমনটাই মনে করছে গোল ডটকম।