হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় যাত্রী সোনার মেমো দেখাতে না পারায় তাদের ১ কেজি ৩০০ গ্রাম সোনা জব্দ করে কাস্টমসে জমা দিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্যে ৫৩ লাখ টাকা।
শুক্রবার রাত ১০ টা থেকে সাড়ে ১০ টার দিকে আলাদা ঘটনায় স্বর্ণগুলো জব্দ করা হয়। যে ৬ জন যাত্রীকে আটক করে সোনা জব্দ করা হয় তারা হলেন- শাহিদুল ইসলাম, হায়দার, নাসিম খান, শাহ আলম, ইসহাক মিয়া ও দিপন।
এপিবিএনের এএসপি আসমা আরা জাহান জানান, কুয়ালালামপুরের পৃথক তিনটি (এমএস-১৯৬, টিআর-২৬৫৬, এসকিউ-৪৪৬) বিমানে করে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দ্বিতীয় টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে শরীর তল্লাশি করে মানিব্যাগ ও বুক পকেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। একেক জনের কাছ থেকে একেক পরিমাণ সব মিলিয়ে মোট ১ কেজি ৩০০ গ্রাম সোনা জব্দ করা হয়।
তিনি জানান, এসব সোনা জব্দ করে কাস্টমসে জমা দিয়ে আটক যাত্রীদের ছেড়ে দেয়া হয়। পরবর্তী শুল্ক ফি দিয়ে (ডেমো করে) তারা কাস্টমস থেকে জব্দকৃত স্বর্ণগুলো ছাড়িয়ে নিতে পারবে।
যদি কোনো যাত্রী নির্দিষ্ট পরিমাণ সোনা অনুমতি ছাড়া বিদেশ থেকে নিয়ে আসে, তবে তার জন্য নিয়মানুযায়ী শুল্ক দিতে হয়। তাৎক্ষণিক শুল্ক দিতে না পারলে সেই সোনা জব্দ করা হয়। পরবর্তীতে শুল্ক জমা দিয়ে সেই সোনা আবার ফেরত নিতে পারেন বলে জানান তিনি।