২০১৯ সালে হাসিনার অধীনেই ১১তম নির্বাচন: নাসিম

২০১৯ সালে হাসিনার অধীনেই ১১তম নির্বাচন: নাসিম

nasimm২০১৯ সালে দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে সংসদ নির্বাচন দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আগামীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ১১তম সংসদ নির্বাচন হবে।

শুক্রবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের সামনে সময় খুবই কম, তাই আগামী ৫ বছর আমাদের একটাই কাজ তা হলো দেশের মানুষের মন জয় করা এবং তাদের আস্থা অর্জন করা। আমরা সন্ত্রাস নয় শান্তি চাই।’

বিএনপি নেএী বেগম খালেদা জিয়া বলেছিল সংসদ নির্বাচন করতে দিবে না কিন্তু শেখ হাসিনা নির্বাচন করেছেন এবং আমরা মন্ত্রী হয়েছি একথা উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, পুলিশ, বিজিবি ও মানুষ পুড়িয়ে মেরে বিএনপি নির্বাচন বন্ধ করতে চেয়েছিল এবং তাদের মূল উদ্দেশ্যই ছিল দেশে সাংবিধানিক সংকট তৈরি করা।

তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে দেশের মানুষকে সার ও বিদ্যুৎ দিয়েছি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধ করেছি।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, আবুল কালাম আজাদ এমপি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, পিপি সিরাজুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রমজান বক্তৃতা করেন।

এ অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক নেতা ফেরদৌসুর রহমান মুক্তা ও জাতীয় পার্টির নেতা শাহজাহান মৃধার নেতৃত্বে বিএনপি ও জাতীয় পাটির সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন।

রাজনীতি শীর্ষ খবর