থাইল্যান্ডের নববর্ষ বরণ উদযাপন করতে গিয়ে উদ্দাম আনন্দে প্রাণ হারিয়েছেন ৩২২ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ২শ’ ২৫ জন। টানা এক সপ্তাহ ধরে চলা নববর্ষের উৎসবে সড়ক দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
থাইল্যান্ডে প্রতি বছর ১১ থেকে ১৭ এপ্রিল সপ্তাহব্যাপি নববর্ষের উৎসব পালিত হয়। এটি দেশটিতে ‘সংক্রান’ নামে পরিচিত। এছাড়া ব্যাপকহারে হতাহতের ঘটনা ঘটে থাকে বলে নববর্ষ উদযাপনকে ‘ডেঞ্জারাস সেভেন ডেস’ বা ভয়ঙ্কর সাত দিন হিসেবেও অভিহিত করে থাকেন থাইল্যান্ডের মানুষ।
শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জানানো হয়, এ বছর নববর্ষ বরণ উৎসবে দেশব্যাপি ২ হাজার ৯শ’ ৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। গত বছরের তুলনায় এ সংখ্যা ৫.৮ ভাগ বেশি।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, মৃতের সংখ্যা এ বছর ০.৩১ ভাগ কমেছে। তবে আহতের সংখ্যা বেড়েছে ৬.০৯ ভাগ। নববর্ষে আনন্দে মাতোয়ারা হয়ে মাতাল ও উচ্চগতিতে ড্রাইভিং দুর্ঘটনা ও প্রাণহানীর প্রধান কারণ বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
পৃথিবীর সবদেশেই নববর্ষ বরণের উৎসবে হতাহতের ঘটনা কম-বেশি ঘটে থাকে। তবে এতো বেশি হতাহতের ঘটনা অন্য কোন বর্ষ বরণের ক্ষেত্রে শোনা যায়নি।