নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, দেশের রাজনীতি নিয়ে খেলা এখনও শেষ হয়ে যায়নি। খেলা আরও আছে। আর এই খেলায় তৃতীয় শক্তি ক্ষমতায় আসবেন এটা যদি কেউ ভেবে থাকেন, তবে ভুল করছেন। আ.লীগ এদেশে যুগ-যুগ ধরে ক্ষমতায় থাকবে।’
শুক্রবার বিকেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের প্রতিটি এলাকায় একটি করে সেন্ট্রাল কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা শেষ কামড় দেবে। শেষ কামড়ের পর বাংলাদেশে শুধু স্বাধীনতার পক্ষের শক্তিরাই রাজনীতিতে থাকবে। যেখানে সরকার ও বিরোধীদল উভয় থাকবে স্বাধীনতার পক্ষের। স্বাধীনতাবিরোধী কোনো শক্তি বাংলাদেশের রাজনীতি থাকবে না ।’
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বিকে উদ্দেশ করে শামীম ওসমান বলেছেন, ‘কোথাকার কোন রফিউর রাব্বি, তিনি পুরুষ নাকি নারী, নাকি হিজড়া, এখন পর্যন্ত জানতে পারলাম না।’
মানবতাবিরোধী অপরাধের দায়ের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদী সর্ম্পকে শামীম ওসমান বলেন, ‘অনেকে বলে সাঈদীর ফাঁসি হলে নাকি বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে। কাদের মোল্লার বেলায়ও অনেকে এই কথা বলেছিলেন। কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সাঈদীসহ বাকিদেরও ফাঁসিতে ঝুলানো হবে। যুদ্ধাপরাধী কেউ পার পাবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সবাইকে ফাঁসিতে ঝুলাবেন।’