হাদিসে রাসুল [সা.] নং- ৮৩০ : শয়নকালে আল্লাহর জিকির না করার পরিণাম

হাদিসে রাসুল [সা.] নং- ৮৩০ : শয়নকালে আল্লাহর জিকির না করার পরিণাম

আরবি হাদিস

وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ :، عَن رَسُولِ اللهِ ﷺ، قَالَ: « مَنْ قَعَدَ مَقْعَداً لَمْ يَذْكُرِ الله تَعَالَى فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللهِ تِرَةٌ، وَمَنِ اضْطَجَعَ مَضْجَعَاً لاَ يَذْكُرُ اللهَ تَعَالَى فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللهِ تِرَةٌ ». رواه أَبُو داود

বাংলা হাদিস

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন বৈঠকে বসে তাতে আল্লাহর জিকির করল না, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার ক্ষতি হবে। আর যে ব্যক্তি কোন শয্যায় শয়ন করে তাতে আল্লাহর জিকির করে না, তাহলে আল্লাহর তরফ থেকে তার ক্ষতি হবে।’’

[আবু দাউদ ৪৮৫৫, ৪৮৫৬, তিরমিযি ৩৩৮০, আহমদ ৯৩০০, ৯৪৮২, ৯৮৮৪ , ৯৯০৭, ১০০৫০, ১০০৪৪]

অন্যান্য ইসলামী জগত