ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ ইলিয়াস আলীর গুম ঘটনায় জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
ব্যারিস্টার রফিক বলেন, ‘ইলিয়াসের নেতৃত্বে টিপাইমুখ অভিমুখে বিশাল মিছিল সবাইকে নাড়া দিয়েছিলো। ভারতের পত্র-পত্রিকায়ও তা প্রচার হয়। তাই ইলিয়াসের গুম ঘটনার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর যোগসূত্র থাকতে পারে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ২ বছর পার হলেও তাকে উদ্ধারে সরকারের তৎপরতা না থাকার প্রতিবাদে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, খুন ও গুমের অবস্থা দেখে মনে হয় গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন দেশ থেকে গুম হয়েছে।
তিনি বলেন, ‘র’ এর এজেন্ট এসে বাংলাদেশ থেকে একজনকে ধরে নিয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এ ব্যাপারে জানেন না তিনি। তা হলে কোন দেশে বাস করছি আমরা।
রফিক বলেন, ‘গণতন্ত্রের জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। অথচ আজ জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার গঠন হয়ে যায়। ইলিয়াসসহ শত শত নেতাকর্মী খুন, গুম, বিচার বহির্ভূত হত্যা চলছে।’
তিনি বলেন, ‘সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।তা নাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কেউই সুস্থভাবে জীবন যাপন করতে পারবে না। এসব কথা ভেবে নির্বাচনের কথা ভাবুন।
স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহতুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।