দক্ষিণ সুদানে জাতিসংঘের একটি ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটা নিরস্ত্র বেসামরিক লোকের ওপর নির্লজ্জ অমানবিক হামলা।
এর আগে জাতিসংঘ জানিয়েছিল, বন্দুকধারীরা বিনা উস্কানিতে প্রতিদ্বন্দ্বী উপজাতীয় লোকদের ওপর হামলা চালালে বেশ কয়েকজন বেসামরিক লোক আহত হয়।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালালে বন্দুকধারীরা পালিয়ে যায়।