নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দূষন বিরোধী অভিযানে ১৩টি ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ১৩টি ইটভাটার মালিক/প্রতিনিধিকে ঢাকার সদর দপ্তরে তলব করে শুনানী গ্রহণ করেন। পরে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এ জরিমানা করা হয়।
জানা যায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও নবায়ন ব্যতিত ইটভাটা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে ফতুল্লার রাজাপুর, বক্তাবলী, আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় অবস্থিত মেসার্স একতা ব্রিকস, মেসার্স আখতার অ্যান্ড ব্রাদার্স, মেসার্স বক্তাবলী ব্রিকস, মেসার্স লালনশাহ ব্রিকস, মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ, মেসার্স এম এ বি ব্রিকস, মেসার্স মা ব্রিক ফিল্ড, মেসার্স ন্যাশনাল ব্রিকস, মেসার্স তোহা ব্রিকস, মেসার্স নিউ ব্রিকস ম্যানুফ্যাকচারার-১, মেসার্স বন্ধু ব্রিকস কর্পোরেশন, মেসার্স আরেফিন ব্রিকস ও মেসার্স আর বি এম এন্টারপ্রাইজের প্রত্যেকটি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের শুনানীতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।