রানার সব সম্পত্তি বাজেয়াপ্ত

রানার সব সম্পত্তি বাজেয়াপ্ত

rana 1বহুল আলোচিত রানা প্লাজার মালিক স্থানীয় যুবলীগ নেতা মো. সোহেল রানার সন্ধান পাওয়া এক একর ৭৫ শতক জমি বাজেয়াপ্ত করা হয়েছে। এ সংক্রান্ত জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি জারির বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক সৈয়দ ইউসুফ হারুন।

 বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জেলা প্রশাসক সৈয়দ ইউসুফ হারুন জানান, গত বছরের ৩০ এপ্রিল জনৈক ব্যক্তি মহামান্য হাইকোর্টে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি করে একটি রিট করেন। এরই প্রেক্ষিতে সোহেল রানার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি কেন বাজেয়াপ্ত করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেন।  

পরে সরকারের পক্ষ থেকে রুলের আদেশ বাস্তবায়ন করতে ঢাকা জেলা প্রশাসক, ঢাকা পুলিশ সুপার, সাভারের এসিল্যান্ড ও জেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।

হাইকোর্টের রুলের প্রেক্ষিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সরকার বাদী হয়ে একটি বিবিধ মামলা দায়ের করে। গত ১৩ মার্চ এ সংক্রান্তে আদেশ পাওয়া যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোহেল রানার মালিকানাধীন রানা প্লাজার ১৮ শতক জমি, রানা টাওয়ারের ১০ শতক এবং ধামরাইয়ে ১ একর ৪৭ শতাংশ জমি বাজেয়াপ্ত করা হয়েছে।
 
গত ২ এপ্রিল এ সংক্রান্ত দি ডেইলি স্টার ও বাংলাদেশ প্রতিদিনে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য পাঠানো হয়েছে। খুব শিগগিরই তা প্রকাশিত হবে।

জেলা প্রশাসক বলেন, সোহেল রানার মালিকানাধীন আরো কোনো সম্পত্তি আছে কিনা তা সন্ধান চলছে। কোনো সম্পত্তির খোঁজ পাওয়া গেলে সেগুলোরও ব্যবস্থা নেবে সরকার।

উল্লেখ্য, সাভারে গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। ভয়াবহ ভবন ধসে ১ হাজার ১৩৪ জন নিহত হয়। আহত হয় প্রায় ২ হাজার। এ ঘটনায়  সোহেল রানার বিরুদ্ধে ৫টি মামলা হয়।

যার মধ্যে ৩টি ভবনধসের ঘটনায় হত্যা মামলা। অপর দুইটির একটি অস্ত্র ও অন্যটি বিশেষ ক্ষমতা আইনে।

এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ মে ধার্য করা হয়েছে। ভবন মালিক রানা কারাগারে আছেন।

বাংলাদেশ শীর্ষ খবর