বেসিক ব্যাংকের ডিএমডিসহ ৬ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

বেসিক ব্যাংকের ডিএমডিসহ ৬ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

basic bankবেসিক ব্যাংকে অনিয়ম-দুর্নীতির ঘটনায় ব্যাংকটির পরিচালনা পরির্ষদ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সহ ৬ শীর্ষ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। সাময়িক বরখাস্ত কর্মকর্তারা হলেন- ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মুনায়েম খান, মহাব্যবস্থাপক জয়নাল আবেদীন, শামীম হাসান ও মোহাম্মদ আলী, উপ-মহাব্যবস্থাপক সেতার আহম্মেদ ও ডেপুটি ম্যানেজার জাহিদ হাসান।

বেসিক ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, দীর্ঘদিন ধরে বেসিক ব্যাংকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও বেনামি ঋণ বিতরণসহ বিভিন্ন ধরণের অভিযোগ করা হচ্ছে। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ অভ্যন্তরীন বৈঠক করে। বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার এ সর্ম্পকিত একটি প্রজ্ঞাপন জারি করে শীর্ষ ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর