ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুলশিক্ষক বরখাস্ত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুলশিক্ষক বরখাস্ত

image_77298_0মিরসরাইয়ে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক স্কুলশিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। বুধবার বিকালে উপজেলার ওছমানপুর ইউনিয়নের ওছমানপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম তাজ উদ্দিন। তিনি ওছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, গত বুধবার ওছমানপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ের এক শিক্ষিকার কাছে তাজ উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। পরে শিক্ষিকা বিষয়টি সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্লাহকে অবহিত করেন।

প্রধান শিক্ষক বিষয়টি আমলে নিয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করে যৌন হয়রানির সত্যতা পেয়ে ওই শিক্ষককে বরখাস্ত করেন।

এই বিষয়ে ওছমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্লাহ বলেন, “ওই ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি জানার পর আমি ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে বৈঠক করি। বৈঠকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক তাজ উদ্দিনকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। তাজ উদ্দিন বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।”

এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক তাজ উদ্দিন তার বিরুদ্ধে যৌন হয়রানি এবং বরখাস্ত হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, “আমার ছাত্রী আমার মেয়েরই মতো। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে এমন একটি মিথ্যা অভিযোগ আনার পর আমি নিজে থেকেই ওই বিদ্যালয়ে শিক্ষকতা করব না বলে চলে এসছি।”

ওছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন নিজামী বলেন, “তাজ উদ্দিন ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। তাজ উদ্দিনের বিরুদ্ধে এরকম একটি অভিযোগের কথা আমি শুনেছি।”

ওছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, “তাজ উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি সত্য। শাস্তিস্বরূপ তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অন্যান্য বাংলাদেশ শীর্ষ খবর