সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সঙ্গে বাংলাদেশে আসার কথা ছিল তার। কিন্তু পায়ের আঙ্গুলের সংক্রমণে আর শেষপর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি মিচেল জনসন। অস্ট্রেলিয়ার সর্বশেষ অ্যাশেজ জয়ের নায়ক এখন এসব কিছু ভুলে মনোযোগ দিতে চাচ্ছেন ২০১৫ সালের আরেকটি অ্যাশেজে।
টেস্ট ক্রিকেট এতটাই উপভোগ করছেন যে, অজি এই গতিতারকার মাথায় নাকি এখন সীমিত ওভারের ক্রিকেট ছাড়ার চিন্তাও খেলা করছে।
এ বিষয়ে ৩২ বছর বয়সী জনসন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার পক্ষে সীমিত ওভারের ক্রিকেট খেলবেন কিনা এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছেন তিনি। কথাবার্তায়ও এই দুই ফরমেটের ক্রিকেট ছাড়ার স্পষ্ট ইঙ্গিতই দিয়েছেন তিনি, ‘আমাকে এখন আরো তীক্ষ্ন হতে হবে। আমি আনন্দের সঙ্গেই বলতে পারি, টি২০ আমার প্রিয় ফরমেট নয়। বরং টেস্ট খেলাটাকেই আমি উপভোগ করি।’