২৮ এপ্রিল মাঠে গড়াচ্ছে বিসিএল

২৮ এপ্রিল মাঠে গড়াচ্ছে বিসিএল

logo-17বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের খেলা ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিসিএলের দলগুলোর মধ্যে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিএলের চূড়ান্ত পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এবং একই স্টেডিয়ামের আউটার মাঠে।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কারণে দুই রাউন্ড খেলা হওয়ার পরই বন্ধ রাখা হয় বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। পঞ্চম টি২০ বিশ্বকাপ দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম শেষ হয়েছে। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটও শুরু হয়েছে। তবে এখনো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এক রাউন্ডের খেলা বাকি আছে। তবে এরপরই শুরু হবে বিসিএল। বিসিএলের শেষ রাউন্ডের খেলা শুরু হবে ২৮ এপ্রিল।
বুধবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে টুর্নামেন্ট কমিটির এক সভার পর এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় বিসিএলের চার দলে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিঙ্গেল লিগ পদ্ধতিতে চার দলের এই টুর্নামেন্টে আর দুটি খেলা বাকি রয়েছে। ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচ হবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

ফতুল্লার ইনারে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর আউটারে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল খেলবে। তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টের পাঁচদিনের ফাইনাল ম্যাচটি ৪ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে। ভারতের বিপক্ষে সিরিজের কথা মাথায় রেখে তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচ ফতুল্লায় রাখা হয়েছে।

দুই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। দুই ম্যাচে একটিতে জয় এবং একটি ড্র করে ৩১ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থনে আছে উত্তরাঞ্চল। একটিতে হার এবং একটি ড্র করে ১৭ পয়েন্টে তৃতীয় দক্ষিণাঞ্চল। একটি হার ও একটি ড্র নিয়ে চতুর্থ স্থানে আছে পূর্বাঞ্চল (১৫)।

খেলাধূলা শীর্ষ খবর