অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব সংসদে এসে উত্থাপনের জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব সংসদে এসে তুলে ধরুন। তা যদি যুক্তিসংগত হয়, সংবিধান সম্মত হয় আর যদি গণতন্ত্র থাকে তাহলে আমরা সেটা মেনে নেব।’
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত প্রয়াত ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সাত্তার টিংকুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সুরঞ্জিত বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে যারা বাধা দিতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যে সিদ্ধান্ত প্রস্তাব সংসদে পাশ হয়েছে, তা অবশ্যই আইনে পরিণত হবে। আমি আশা করব আইন মন্ত্রণালয় এ ধরনের আইন করার জন্য প্রস্তাব আকারে দ্রুত সংসদে উপস্থাপন করবে। সংসদ সদস্যদের এ দাবি জনগণের দাবিরই প্রতিধ্বনি।