জিয়াউর রহমান চতুর্থ মীর জাফর :তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান চতুর্থ মীর জাফর :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত দেশে সাম্প্রদায়িকতার সৃষ্টি করছে। সাম্প্রদায়িকতা হচ্ছে কচুরীপানার মত। এদের কোন শিকড় নেই। অনেক কাঠমোল্লা পহেলা বৈশাখের বিরুদ্ধে ফতোয়া দিয়ে থাকে। মূলত এরাই ইসলামের শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। এই সাম্প্রাদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হবে। বুধবার টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করোনেশন ড্রামাটিক ক্লাব (সিডিসি) এর শতবছর পূর্তি উত্সবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, রাজাকার আল-বদরদের সংগঠন জামায়াতকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশে চতুর্থ মীরজাফরের জন্ম হয়েছে। আর জিয়াউর রহমান হলেন সেই চতুর্থ মীরজাফর। জামায়াত ও দুর্নীতিবাজ পুত্রদের পক্ষ নিয়ে খালেদা জিয়া গণতন্ত্রের ক্লাব থেকে বেরিয়ে গেছেন।

সিডিসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদরের এমপি ছানোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, টাঙ্গাইল সদরের মহিলা এমপি মনোয়ারা বেগম ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন খান। এর আগে ক্লাবের সদস্য মুক্তিযোদ্ধাসহ সকল সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকতা পেশা ঝুঁকিপর্ণ, বিপজ্জনক পেশা। এই ঝুঁকি আগে আসতো সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। এখনো ঝুঁকি আছে। তবে এখন সরকারের পক্ষ থেকে আসে না। এখন মাফিয়াচক্র থেকে, কালোবাজারিদের কাছ থেকে, জঙ্গিবাদ থেকে ঝুঁকি আসছে। এই ঝুঁকি মাথায় নিয়েও সাংবাদিকরা গণতন্ত্রের সেবা করছেন। গতকাল বুধবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর