তাইওয়ানের ন্যাশনাল সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ‘ইউনূস সামাজিক ব্যবসা সেন্টার’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার ইউনূস সেন্টার ও ন্যাশনাল সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এর মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।
ইউনূস সেন্টারের পক্ষে নোবেলজয়ী প্রফেসর মোহম্মদ ইউনূস এবং তাইওয়ানের এন সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিং ইয়াং জো এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
তাইওয়ানের ন্যাশনাল সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ও রোটারি ক্লাব অব তাইওয়ানের আমন্ত্রণে নোবেল লরিয়েট প্রফেসর মোহম্মদ ইউনূস ১০ থেকে ১৪ এপ্রিল, তাইওয়ান সফর করেন। প্রায় ৯৯ বছরের পুরনো তাইওয়ানের এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে (এনসিইউ) কাউন্টি মেয়র জন চিহ ইয়াং বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের উপস্থিতিতে ইউনূস সেন্টার এর জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সেন্টারের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে, ‘সামাজিক ব্যবসা’ বিষয়ের ওপর কোর্স এবং গবেষণার সুযোগ চালু করা, ডিজাইন ল্যাব এর আয়োজন করা, সম্মেলন, মতবিনিময় অনুষ্ঠান ও প্রাতিষ্ঠানিক কর্মশালার আয়োজন করা ছাড়াও সামাজিক ব্যবসা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবসায়ে নিয়োজিত নির্বাহীদের প্রশিক্ষণ প্রদান ও প্রফেসর ইউনূসের ‘দারিদ্র ও বেকারত্বমুক্ত বিশ্ব’ গড়ে তোলার লক্ষ্যকে বাস্তবায়নে সাহায্য করা। ইতোমধ্যে সেন্টারের জন্য একজন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরজন্য স্থান বরাদ্দ করেছে।
এদিকে, ‘ন্যাশনাল সেন্ট্রাল ইউনিভার্সিটি’তে প্রফেসর ইউনূসের সম্মানে একটি ‘নোবেল চেয়ার’ জনসমক্ষে উন্মোচন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সবুজ বাগানের একটি নির্ধারিত স্থানে তিন জনের বসার মত আকারের একটি বেঞ্চকে ‘নোবেল চেয়ার’ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এর গায়ে একটি ফলক স্থাপন করা হয় যা পাঠ করে একজন ব্যক্তি নোবেল লরিয়েট এর অবদান সম্পর্কে জানতে পারবে। বিশ্ববিদ্যালয়ের প্রশস্ত সবুজ চত্ত্বরের বিভিন্ন স্থানে এরূপ আরো ২৯ জন নোবেল লরিয়েট এর সম্মানে এরকম নোবেল চেয়ার প্রতিষ্ঠা করা হয়েছে।