লন্ডন: স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লন্ডন আদালতে বিচার চলছে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের। দীর্ঘ শুনানির পর বিচারক বলেছেন, বাট ও আসিফ জড়িত ছিলেন ঘটনার সঙ্গে।
বিচারক কুক প্রতারণা ও দুর্নীতির অর্থ গ্রহণের জন্য অভিযুক্ত করেছেন আসিফ ও বাটকে। উভয়ই জামিনে মুক্ত থাকবেন আগামী বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত। এরপরই তাদের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারক।
গত বছর লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের অভিযোগে এরই মধ্যে বাট, আসিফ ও আমিরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘটনার সঙ্গে জড়িত আরেক খেলোয়াড় আমিরের বিষয়ে এখনো কোন কিছু বলেননি আদালত।