বরফ গলতে শুরু করেছে: কামরুল

বরফ গলতে শুরু করেছে: কামরুল

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে বিএনপি সরে এসেছে মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিরোধীদল এখন ‘অর্ন্তবর্তীকালীন’ সরকারের কথা বলছে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “বরফ গলতে শুরু করেছে। এতদিন তারা (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক্সট্রিম অবস্থায় ছিলো। এখন অন্তবর্তীকালীন সরকারের কথা তাদের মুখ থেকে আসতে শুরু করেছে।”

একদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আওয়ামী লীগ নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা মেনে নিলে তার গঠন-কাঠামো নিয়ে বিএনপি সংসদে আলোচনা করতে রাজি আছে।

এই অন্তবর্তীকালীন সরকারের ‘ফর্মুলা’ সংসদে উপস্থাপনের আহ্বান জানিয়ে কামরুল বলেন, “সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংসদে এসে আলাপ-আলোচনা করুন।”

যুদ্ধাপরাধীদের বিচারে একটি মহল এখনো বাধা দেওয়ার সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যারা স্বাক্ষী দিচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে- এমন অভিযোগ করেন আইন প্রতিমন্ত্রী বলেন, “যারা যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিচ্ছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে জনতার প্রত্যাশা ও বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, “আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে।”

“যারা বিচারে স্বচ্ছতার কথা বলছেন, তারা আইনজীবী নিয়ে এসে ধরিয়ে দিন কোথায় স্বচ্ছতার অভাব আছে,” যোগ করেন তিনি।

জনতার প্রত্যাশার সভাপতি এম এ করীমের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ আলোচনায় অংশ নেন।

রাজনীতি