বিয়ে করতে গিয়েও বিড়ম্বনার শিকার হয়েছেন পাকিস্তানের আক্রমণাত্মক ব্যাটসম্যান উমর আকমল। বিবাহ সংক্রান্ত করাচীর আইন ভেঙে আরেকবার আলোচনায় আসলেন কদিন আগেই ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের দায়ে অভিযুক্ত এই মেজাজী তারকা।
গত মঙ্গলবার রাতে করাচিতে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের বিবাহ সম্পন্ন হয়। তবে করাচির আইন অনুযায়ী রাত দশটার পর কোন রকম বিবাহ সংক্রান্ত আচার অনুষ্ঠানের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উমর আকমল এবং তার পরিবার তা অমান্য করে। এমনকি এক্ষেত্রে প্রশাসন আপত্তি তুললেও তারা রীতিমতো দুর্ব্যবহার করে পুলিশ প্রশাসনের সঙ্গে।
উপস্থিত সংবাদ কর্মীরাও তাদের রোষানল থেকে রেহাই পায়নি। পরে নিকটস্থ হির থানাতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ ঘটনার পর উমর আকমল এবং তার পরিবার থানায় উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে ঘটনাটির নিষ্পত্তি করে। পুলিশ জানায়, আকমল পরিবারকে সতর্ক করা হয়েছে এবং পরে অভিযোগ তুলে নেয়া হয়।
বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটের আগেও উমর আকমল ব্যস্ততম রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গ করেন। পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয় এবং শেষে ট্রাফিক ওয়ার্ডেনের কাছে ক্ষমা চেয়ে তিনি বাংলাদেশ সফরে আসার সুযোগ পান।