একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি জোট: এনডিটিভি

একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি জোট: এনডিটিভি

image_76989_0ভারতের লোকসভা নির্বাচন নিয়ে সর্বশেষ পরিচালিত জরিপ অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। ভারতের জনপ্রিয় চ্যানেল এনডিটিভি সম্প্রতি জরিপটি পরিচালনা করে্।

মঙ্গলবার চ্যানেলটি জরিপের ফলাফল তাদের অনলাইন সংস্করণে প্রকাশ করেছে।

জরিপের ফলাফল অনুযায়ী, চলতি লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়ে তিনটি আসন বেশি (২৭৫টি) পাবে। ফলে সরকার গঠনের জন্য জোটটিকে আঞ্চলিক কোনো জোটের ওপর নির্ভর করতে হবে না।

জরিপের ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ২২৬টি আসনে জয় পাবে। ফলে ১৯৮৪ সালের নির্বাচনে মাত্র দুটি আসন পাওয়া দলটি যে এবার ভারতের সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হবে তা সময়ের ব্যাপার মাত্র।

এনডিটিভির জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চলতি লোকসভা নির্বাচন হতে যাচ্ছে এ যাবতকালের মধ্যে বিজেপির সেরা ফলাফল।

এদিকে গত ১০ বছর ধরে দিল্লির মসনদে থাকা কংগ্রেস তাদের ইতিহাসে সবচেয়ে বড় ভরাডুবির মুখোমুখি হতে যাচ্ছে বলে জরিপের প্রতিবেদনে বেরিয়ে আসে।

কংগ্রেস তাদের ইতিহাসে কখনো ১০০ আসনের কম পায়নি। তবে এবার প্রথমবারের মতো দলটি ১০০’র কম (৯২টি)আসন পেতে যাচ্ছে বলে জরিপের ফলাফলে আভাস পাওয়া গেছে।

আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ১১১টি আসন পেতে যাচ্ছে, যা এককভাবে কংগ্রেসের সবচেয়ে বিপর্যয়কর ফলাফল। ১৯৯৯ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট তাদের ইতিহাসে সবচেয়ে কম ১১৪ আসন পেয়েছিল।

তবে এনডিটিভি’র সর্বশেষ জরিপে ২ শতাংশ ভুল থাকতে পারে বলে বলা হয়েছে। এতে এনডিএ জোট অল্পের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।

তবে শেষ পর্যন্ত এনডিএ জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনের জন্য দলটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা জয়ললিতার মতো আঞ্চলিক জোট নেতাদের দ্বারস্থ হওয়ার দরকার হতে পারে।

আন্তর্জাতিক শীর্ষ খবর