আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন যৌথভাবে দু‘দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিবসটি পালন করবে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ এপ্রিল বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। মুজিবনগর স্মৃতিসৌধ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা, পুলিশ এবং আনসার ভিডিপি কর্তৃক গার্ড অব অনার প্রদান করা, বেলা সাড়ে ১১টায় মুজিবনগরস্থ শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা, বিকেল চারটায় স্মৃতিসৌধ কমপ্লেক্সে চত্বরে মেলার উদ্বোধন, বিকেল সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় দিন ১৮ এপ্রিল শুক্রবারের কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল সাড়ে ৪টায় মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসমূহের মাঝে পুরস্কার বিতরণ এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আমির হোসেন আমু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী, ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, মেহেরপুর- ১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুরের সাবেক এসডিপিও বীর বিক্রম মাহবুব উদ্দীন আহমেদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী।