কতটা বৃদ্ধ হলে বয়স্ক ভাতা পাওয়া যায়!

ফজনীণেসাসিরাজগঞ্জের তাড়াশের ফজনীনেছার বয়স ৮০ বছর। এ বয়সেও তাকে প্রতিদিন ১০-১৫ কিলোমিটার হেঁটে ভিক্ষা করে খাবার জোটাতে হয়। এক ছেলে সন্তানের এ জননীর ঠাঁই হয়নি স্বামীর ভিটায়। আশ্রিতা হয়ে থাকেন তাড়াশ সদর ইউনিয়নের চরজয়কৃষ্ণপুর গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে।

তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামের মৃত মছেরের স্ত্রী ফজনীনেছা জানেন না ইউনিয়ন পরিষদে ভিজিডি, ভিজিএফসহ হতদরিদ্র, বয়স্ক ও বিধবাদের জন্য সরকারের নানা সুযোগ-সুবিধা রয়েছে। এর যেকোনো একটির সহযোগিতা পেলেই তার বৃদ্ধ বয়সে ভিক্ষাবৃত্তি করতে হতো না।

বয়স্ক ভাতাও পান না তিনি। পেতে হলে কী করতে হয় জানেন না।

তার একটাই প্রশ্ন- আর কত বৃদ্ধ হলে বয়স্ক ভাতা পাওয়া যায়।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ শীর্ষ খবর