সেন্ট মার্টিনে ২ ছাত্রের মৃত্যু

সেন্ট মার্টিনে ২ ছাত্রের মৃত্যু

সেন্ট মার্টিন দ্বীপে সাগরে গোসল করতে নেমে ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন, সাদ্দাম হোসেন অঙ্কুর (২৬) ও মফিজুল ইসলাম ইভান (২৫)। সাদ্দামের বাড়ি ঢাকায়। মফিজুলের বাড়ি পীরগঞ্জ। এ ঘটনায় ৪জন নিঁখোজের খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, আজ সোমবার দুপুরে সাগরে গোসল করতে নেমে নয়জন ভেসে যায়। এর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, আজ দুপুর ২টার দিকে দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকের সৈকতে ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৪ ছাত্র একসঙ্গে গোসল করতে নামেন। এসময় স্রোতের টানে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন এবং কোস্টগার্ড সদস্যরা ৫ জনকে উদ্ধার করে। তাদের স্পিডবোটে করে টেকনাফ উপজেলা হাসপাতালে আনা হলে সাড়ে ৩টায় দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে টেকনাফ থেকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মুজাহিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩৪ জন গোসল করতে নামেন। ঢেউয়ে ভেসে গেছে বেশ কয়েকজন। এদের মধ্যে ২জনের মৃত্যু হয়েছে।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার হারুনুর রশিদ বলেন, এ ঘটনায় কোস্টগার্ডের সদস্যরা ভেসে যাওয়া ছাত্রদের মধ্যে ৫জনকে উদ্ধার করেছে। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে।

অন্যান্য বাংলাদেশ বিনোদন শীর্ষ খবর