খালেদা জিয়ার দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন

খালেদা জিয়ার দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন

khaleda-400pxবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আবেদন দায়ের করেন।

আগামী বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।

গত ১৯ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়।

এর পর থেকে বিএনপি অভিযোগ গঠনের ওই আদেশ বাতিল চেয়ে আন্দোলন করে আসছে।

বিএনপির অভিযোগ, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে খালেদার বিরুদ্ধে ওই দুই মামলার অভিযোগ গঠন করা হয়েছে।

আগামী ২১ এপ্রিল এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিনও ধার্য করা হয়েছে।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর