যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন সাময়িক বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন সাময়িক বন্ধ

image_76685_0যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাময়িক বন্ধ রয়েছে। যান্ত্রিক সমস্যা সমাধানে কাজ চলছে। ত্রুটি সারিয়ে দ্রুত লেনদেন শুরু হবে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

এ ব্যাপারে যোগাযোগ করলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ  বলেন, লেনদেন শুরু হওয়ার ১০ মিনিট পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর ফলে লেনদেন বন্ধ হয়ে যায়। তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ত্রুটি সারানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে।

এর আগে, রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে লেনদেন বন্ধ হয়ে যায়।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর