সারা দেশের অন্তত এক লাখ স্থানে ওয়াইফাই হটস্পট করার উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক শনিবার এ তথ্য জানিয়েছেন।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত ‘তথ্য সরকার-৩: আমরা কী চাই-’ শীর্ষক এক কর্মশালায় প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি জানান, সারা দেশের বিভিন্ন মার্কেট-শপিং মল, বাস, লঞ্চ টার্মিনাল, শিক্ষা প্রতিষ্ঠানে এসব হটস্পট বসানো হবে।
‘ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেস-৩’ এর আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী আরো জানান, সরকার তৃণমূল থেকে তথ্য ও প্রযুক্তি সুবিধা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তথ্য ও যোগাযোগ সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও উপস্থিত ছিলেন।