আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ভারত তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে পারে। গত বেশ কয়েক বছর যাবতই ভারতের বিপক্ষে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য চাপ সৃষ্টি করে আসছে পাকিস্তান। কিন্তু তা ফলপ্রসূ হচ্ছে না।
ডিএনএ পত্রিকায় আজ প্রকাশিত খবরে বলা হয়, অবস্থার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে আগামী বছর এ সিরিজ অনুষ্ঠিত হতে পারে।
নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা জানান, ‘যেহেতু আমাদের সূচি একদম ঠাসাঠাসি তাই ২০১৪ সালে আর অতিরিক্ত কোন ম্যাচ আয়োজনের সুযোগ নেই। তবে আমরা ২০১৫ সালের অপেক্ষায় আছি। আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ^কাপের আগে অস্ট্রেলিয়ায় সিরিজের আগে কিছুটা সময় আমাদের হাতে আছে। বিসিসিআই পাকিস্তানকে আতিথেয়তা দিতে চায়- তবে কেন্দ্রের অনুমতি ছাড়া আমরা এটা করতে পারি না। দৈবক্রমে আমরা জানি না পরবর্তী সরকারের প্রধান কে হবেন। যাই হোক আমরা নিরপেক্ষ কোন ভেন্যুতে এ সিরিজ আয়োজন করতে পারি। তখন কেউ আমাদের বিরত রাখতে পারবে না।
সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড ইস্টও বলেন, ‘বিসিসিআইর সঙ্গে এ বিষয়ে এখনো আমাদের কোন আলোচনা হয়নি। তবে ভারতীয় দলকে এখানে আতিথেয়তা দিতে পারলে আমরা খুশি হব।’
ইন্দো-পাক সিরিজের কোন সম্ভাবনা দেখছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ইস্ট বলেন, ‘আমি চাই এটা হোক।’
ভারত-পাকিস্তান নিয়মিতভাবে দ্বিপাক্ষিক সিরিজ খেললে সমর্থকদের জন্য সেটা হবে পরম পাওয়া। ক্রিকেটের জন্যও এটা উপকারে আসবে।