পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকা কুরামে গত শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে।
শিয়া অধুষ্যষিত পারাচিনার শহরে একটি মসজিদের বাইরে হামলাকারী শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে বোমা বিস্ফোরণের পর শিয়ারা এর প্রতিবাদ করলে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গুলিতে আরো তিন জন নিহত হওয়ার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ।
শহরটিতে কারফিউ জারি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, জুমার নামাজের পর মসজিদের বাইরে একটি ব্যস্ত ও লোকারণ্য বাজারে হামলাটি হয়।
পাকিস্তানে দুই মুসলিম ধর্মীয় সম্প্রদায় শিয়া-সুন্নির মধ্যে বিরোধ লেগেই থাকে। একারণে এই হামলা শিয়াদের লক্ষ্য করে কোনো সুন্নি জঙ্গি করেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।