আইপিএলের জন্য ফিট জনসন

আইপিএলের জন্য ফিট জনসন

article-2517926-19D28C8C00000578-107_634x431ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের জন্য অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসনকে ফিট ঘোষণা করা হয়েছে। আইপিএলের সপ্তম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়ায়article-2517926-19D28C8C00000578-107_634x431 সিরিজ চলাকালে জনসনের পায়ের পাতায় ইনফেকশন দেখা দেয়। কিন্তু এ ইনফেকশন তার পায়ে ছড়িয়ে পড়ায় তিনি বাংলাদেশে সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি।

তার অনুপুস্থিতিটা বিশ্বকাপ চলাকালে বেশ ভালোভাবেই টের পেয়েছে অসিরা। পুরো টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশের বিপক্ষে ছাড়া আর কোনো ম্যাচে জয়ী হতে পারেনি অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মঙ্গলবার জানিয়েছে, ৩২ বছর বয়সী এ ক্রিকেটারকে আবার অনুশীলন করার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।

সিএ এক বিবৃতিতে জানায়, ‘ডান পায়ে ইনফেকশনের কারণে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়া জনসন সুস্থ হয়ে ওঠায় পুনরায় তাকে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে। জনসনের পরবর্তী সূচিতে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিং একাদশ পাঞ্জাবের হয়ে খেলা। আগামী ১৬ এপ্রিল বুধবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

অন্যান্য খেলাধূলা বিনোদন