বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাটলেটিকো

বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাটলেটিকো

imagesবার্সেলোনা নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে উঠল অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তারা ১-০ গোলে কাতালান ক্লাবটিকে হারিয়ে অবিস্বরনীয় এক কীর্তি গড়ল। প্রথম লেগে অবশ্য দুই দলই ১টি করে গোল করায় ম্যাচটি ড্র হয়েছিল। এর ফলে দুই লেগ মিলিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ গোলে হারাল জেরার্ডো মার্টিনোর শিষ্যদেরকে।

বার্সেলোনার মাঠ নূ ক্যাম্পে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তাই ইউরোপ সেরার লড়াইয়ে দ্বিতীয় লেগের ম্যাচটি ছিল দুই দলের জন্যই বাঁচা মরার লড়াই।
আর সেই লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদই জয়ের স্বাদ পেল। এদিন নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে কোকের একমাত্র গোলেই শেষ চারের টিকিট নিশ্চিত করে দিয়েগো সিমেওনের দল। লা লীগার চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন কোকে। এরপর সমতায় ফেরার জন্য আপ্রান চেষ্টা করে মেসি-নেইমাররা। কিন্তু প্রতিপক্ষের মাঠে আর পেরে উঠতে পারেনি বার্সেলোনা।

চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লীগায় চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং নগরপ্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রেখেছে তারা। সব ধরনের ইউরোপীয় প্রতিযোগিতা শেষ ১৮ ম্যাচের ১৭টিতেই জয়ের স্বাদ পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অপেক্ষা এখন শেষ হাসিটা হেসে ফুটবল বিশ্বকেই চমকে দেয়ার।

অন্যান্য খেলাধূলা বিনোদন