ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র বন্ধ করে তাকে পূর্ণাঙ্গ ক্ষমতা দেয়ার দাবিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভ করেছে লাল শার্ট পরিহিত সমর্থকরা। বিচার বিভাগ আইনি মারপ্যাচের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে বলে অভিযোগ করেন সিনাওয়াত্রার সমর্থরা। শনিবার থেকে শুরু হওয়া বিদ্রোহ শান্তিপূর্ণ থাকলেও রবিবার বিকালের দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হয়েছে।
শান্তিপূর্ণ বিক্ষোভের দ্বিতীয় দিন রবিবার সিনাওয়াত্রার সমর্থকদের চেয়ারম্যান জুতোপুর্ন প্রোম্পান বলেন, সেনাবাহিনী এবং বিচার বিভাগের কারসাজিতে সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু আমরা কোনভাবেই তা মেনে নেব না। ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে তাকে তার সকল ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। এটা এখন আমাদের বাঁচা-মরার লড়াই। আমরা কোনভাবেই একজন নির্বাচিত সরকার প্রধানের অপসারণ মেনে নেব না।