কোচ হলেন পেসার হ্যারিস

কোচ হলেন পেসার হ্যারিস

Ryan-Harris-of-Australiaহঠাৎ করেই জাতীয় দলের বোলার থেকে কোচ হয়ে গেলেন অস্ট্রেলিয়ার পেসার রায়ান হ্যারিস। অস্ট্রেলিয়া ‘এ’ দলের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

প্রথমে ছোট-খাট দায়িত্ব দিয়েই শুরু হচ্ছে তার কোচিং পেশা। জুলাই-আগস্টে ভারত ‘এ’ দল অস্ট্রেলিয়া সফরে যাবে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই সিরিজ প্রধান কোচ মাইকেল ডি ভেনুটোকে সাহায্য করবেন হ্যারিস। অস্ট্রেলিয়ার এই পেসার মূলত ২১ সদস্যের ‘এ’ দলে থাকা তরুণ পেসার দিয়ে কাজ করবেন।

অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, চোট থেকে সেরে উঠতে থাকা হ্যারিসকে এই সুযোগটা দেয়া হয়েছে। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় আসার আগেই তিনি যেন এ বিষয়ে কিছু জ্ঞান নিয়ে আসতে পারেন, বোর্ড তাকে সেই সুযোগটাই তাকে করে দিয়েছে।

কোচ হিসেবে কাজ করলেও খেলোয়াড়ি জীবনকে এখনও বিদায় জানননি হ্যারিস। সর্বশেষ অ্যাশেজে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। অ্যাশেজ সিরিজে হাঁটুর চোটে পড়েন হ্যারিস। গত মাসে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। পুরোপুরি সেরে উঠতে লম্বা সময় লাগবে তার। হয়তো অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে সেরে উঠতে পারবেন তিনি।

খেলাধূলা শীর্ষ খবর