ঢাকা স্টক এক্সচেঞ্জে দুই ঘণ্টায় ২২৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে দুই ঘণ্টায় ২২৩ কোটি টাকার লেনদেন

DSE final20130728194633কিছুটা মিশ্র প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে। শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল সূচক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৪ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে ২৫ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৭৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১টিরই দাম বেড়েছে, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২২৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, হেইডেলবার্গ সিমেন্ট, পদ্মা অয়েল, বিএসসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, মতিন স্পিনিং প্রভৃতি।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর