ডিসেম্বরে বেতন ও চাকরি কমিশনের চূড়ান্ত রিপোর্ট

ডিসেম্বরে বেতন ও চাকরি কমিশনের চূড়ান্ত রিপোর্ট

Forash_169003412১১ থেকে ১২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বিমার আওতায় আনতে সুপারিশ করবে সরকারের গঠিত বেতন ও চাকরি কমিশন।

আগামী ডিসেম্বরে বিজয় দিবসের কাছাকাছি কোনো সময়ে কমিশন তার চূড়ান্ত রিপোর্ট দিতে পারবে।

মঙ্গলবার কমিশনের তৃতীয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড. ফরাসউদ্দীন আহমেদ।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়লে মূল্যস্ফীতি হয়। তাই বেতন-ভাতা না বাড়িয়ে কিভাবে অন্য সুবিধা দেওয়া যায় সে বিষয়ে ভাবা হচ্ছে।

আগামী ১৭ জুন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু এর মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব নয়। তাই আরও ছয় মাস সময় চেয়েছি বলেও জানান তিনি।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর