যুক্তরাজ্যের লেসিস্টার শহরে বাংলাদেশ হাইকমিশনের কন্স্যুলার সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস ৫ এপ্রিল এই কেন্দ্রের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কিথ বাসসহ লেসিস্টার শহরে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সকল স্তরের জনসাধারণ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, প্রবাসে বসবাসরত সকলের দৌঁড়গোড়ায় কন্স্যুলার সেবা পৌঁছে দেবার লক্ষ্যে লেসিস্টারে এই সেবা চালু করা হয়েছে। তিনি জানান, যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যে কন্স্যুলার সেবাকেন্দ্র চালু করা হয়েছে।
তিনি বলেন, কন্স্যুলার সেবাকেন্দ্র চালুর মূল উদ্দেশ্য হলো প্রবাসে বসবাসরত দেশের জনগোষ্টির অতি দ্রুত কন্স্যুলার সংক্রান্ত সেবা প্রদান করা এবং বিভিন্ন এলাকার মানুষের সময় ও অর্থের অপচয় রোধ করা।
উল্লেখ্য, কন্সুলার সেবাকেন্দ্রর মাধ্যমে পাসপোর্ট নবায়ন, যাদের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের পাসপোর্টে নো-ভিসা রিকোয়ার্ড সিল দেওয়া ও পাওয়ার অব এ্যাটর্নি সত্যায়ন করা হয়ে থাকে।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে এখানে প্রাপ্ত এক বার্তায় আজ একথা বলা হয়।
মিজারুল কায়েস বলেন, ২০১৫ সালে বিশ্বব্যাপী মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা কার্যক্রম বাধ্যতামূলক হবে। বর্তমান সরকারের গত মেয়াদে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ২০১০ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশ এই কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশন লন্ডন মেশিন রিডেবল পাসপোর্টের জন্য অনলাইন কার্যক্রম শুরু করে। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করা, সাক্ষাতের তারিখ এবং সময় নিজেই অনলাইনের মাধ্যমে নির্ধারণ করে নিতে পারবেন। তিনি প্রবাসীদের এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ জানান।