এবার কোচিং পেশায় নামছেন সাবেক পাকিস্তানী ফাস্ট বোলার শোয়েব আখতার। ঘরোয়া শীর্ষ একটি দলের দায়িত্ব নিয়ে কোচিং পেশায় নাম লেখাচ্ছেন শোয়েব।
২০১১ বিশ^কাপ চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ৩৮ বছর বয়সী শোয়েবকে পাকিস্তানের ঘরোয়া শীর্ষ দল ষ্টেট ব্যাংক আসন্ন মৌসুমে তাদের দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেয়।
ব্যাংক দলের ম্যানেজার জহির উল হাসান একটি বার্তা সংস্থাকে বলেন, ‘শোয়েব আমাদের দলের প্রধান কোচ হতে সম্মত হয়েছেন এবং একটি ঘরোয়া দলের কোচ হতে তিনি আগ্রহ প্রকাশ করায় আমরা অত্যন্ত আনন্দিত।’
‘শোয়েব আমাদের দলের কোচ হতে রাজি হওয়ায় চুক্তিপত্র তৈরি হচ্ছে।’
পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে শীর্ষ দলগুলোর একটি ষ্টেট ব্যাংক। কিন্তু গত দুই মৌসুম শীর্ষ স্থানে থাকতে হিমশিম খাচ্ছে দলটি।
খেলোয়াড়ি জীবনে দুর্দান্ত গতির জন্য বিশেষ পরিচিত শোয়েব বলেন কোচিং ক্যারিয়ার শুরু করার জন্য অতীতে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।
এমনকি ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রস্তাব পেলে দেশের পেস বোলারদের নিয়ে কাজ করতে চেয়েছিলেন খেলোয়াড়ি জীবনে ১৭৮ টেষ্ট ও ২৪৭ ওয়ানডে উইকেট শিকার করা এ পেসার।