ঠাকুরগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

world-health-day-2013নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে।
সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
পরে সিভিল সার্জনের সভা কক্ষে স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। সভায় ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আফজাল হোসেন তরফদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আধুনিক সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. শাহজাহান নেওয়াজ, হাসপাতালের আরএমও ডা. আব্দুল জব্বার ও ডা. শিহাব মাহমুদ শাহরিয়ার। আলোচনায় বক্তারা প্রতিটি মানুষ নিজেদের বিশেষত শিশুদের স্বাস্থ্যের প্রতি যতœবান হওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেন।
পরে দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে শিশু স্বাস্থ্য প্রদর্শনীরও আয়োজন করা হয়।

আন্তর্জাতিক শীর্ষ খবর