১০মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে: সিইসি রকিব

১০মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে: সিইসি রকিব

আগামী ১০মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এসময় অন্যান্য ৪কমিশনারসহ কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদের এ কাজটি ৪টি ধাপে করা হবে। গত কমিশন হালনাগাদের ব্যাপারে কাজ এগিয়ে রাখায় এটি সম্পন্ন করতে সুবিধা অনেকটা সুবিধা পাওয়া যাবে।

ঢাকা সিটি কর্পোরেশন-ডিসিসি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আইন অনুযায়ী মে মাসের মধ্যে ডিসিসি নির্বাচন হওয়ার কথা। তবে এখনও সিদ্ধান্ত নেইনি। স্বল্প সময়ের মধ্যে আমরা প্রস্তুতি কাজ শেষ করবো।

শরীয়তপুরের উপ নির্বাচন নিয়ে কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন।

হালনাগাদের প্রথমে পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ ১০ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১৯ মার্চ পর্যন্ত। ২য় পর্যায়ে ১৯ জুন থেকে ২৭ জুন পর্যন্ত, ৩য় পর্যায় ৪ঠা অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এবং ৪র্থ পর্যায়ের কাজ ২০১৩ সালের ১৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

১ম থেকে ৩য় পর্যায় পর্যন্ত ১৪০ উপজেলা করে এবং ৪র্থ পর্যায়ে ৯২টি উপজেলার তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি পর্যায় শেষ হওয়ার পরে ১মাস ধরে চলবে ছবি ও নিবন্ধন কাজ। তথ্য সংগ্রহ পর্যায়ে কেউ বাদ পড়লে তিনি রেজিস্ট্রেশন কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে নিবন্ধিত হতে পারেবন।

১৯৯৬ সালের ১লা জানুয়ারি  বা তার আগে যাদের জন্ম তারাই নিবন্ধিত হতে পারবেন।

এবারের হালনাগাদে আগের চেয়ে অনেক বেশি বিষয়ে তথ্য নেওয়া হবে। এর মধ্যে পিতা-মাতা, স্বামী, স্ত্রী এবং পিতামহের জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং জন্ম নিবন্ধন সনদের নম্বর নেওয়া হবে।

উল্লেখ্য, বতর্মানে ভোটার সংখ্যা ৮কোটি ১০লাখের মতো। হাল নাগাদ শেষে এটি ১০ কোটির দিকে পৌঁছাবে।

বাংলাদেশ শীর্ষ খবর