আশাশুনিতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আশাশুনিতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Residents-affected-by-typhoon-Bopha-reach-for-relief-goods-distributed-at-New-Bataan-township-on-December-9-2012.-AP-PhotoBullit-Marquez-960x651আশাশুনিতে রোববার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে কৃষি পুনর্বাসন-২০১৪ (আউশ প্রণোদনা) কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ, সার, সেচ ও আগাছা নাশ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, সমবায় অফিসার আনছারুল আজাদ ও আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান।
অনুষ্ঠানে ৭৫ জন উবশী চাষিকে ৫ কেজি করে বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩শ’ টাকা করে সেচ সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৫ জন নেরিকা চাষিকে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ, ৩শ’ টাকা সেচ ও ৩শ’ টাকা আগাছা নাশ সহায়তা প্রদান করা হয়।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর