ক্ষমতার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো শনিবার দেশের মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন এলাকা চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন তিনি সন্দ্বীপে কয়েকটি উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায়ও বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সন্দ্বীপে একদিকে বিরাজ করছে উৎসবের আমেজ, অন্যদিকে পুরো উপজেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে পুলিশ।
প্রধানমন্ত্রীর জনসভাসহ সার্বিক কর্মসূচি সফল করতে চট্টগ্রামের জ্যেষ্ঠ্য আওয়ামীলীগ নেতারা এখন সন্দ্বীপে অবস্থান করছেন। মিছিলে, শ্লোগানে মুখর হয়ে উঠেছে সাগরের বুক চিড়ে জেগে উঠা এ গ্রামীণ জনপদ।
চট্টগ্রামের জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বাংলানিউজকে জানান, শনিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার সন্দ্বীপের সরকারী হাজী আব্দুল বাতেন কলেজের মাঠে অবতরণ করবে।
সেখান থেকে প্রধানমন্ত্রী সন্দ্বীপে সোলার হোম সিস্টেম এবং বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন কর্মসূচির উদ্বোধন করবেন। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইনফ্রাস্টকাচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)’র আর্থিক সহযোগিতায় সন্দ্বীপে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান।
এম এ সালাম আরও জানান, বিকেল তিনটায় প্রধানমন্ত্রী সরকারি হাজী আব্দুল বাতেন কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিকেল চারটায় প্রধানমন্ত্রীর আবার হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে সন্দ্বীপ ছাড়ার কথা আছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্দ্বীপে পৌঁছেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিখর সহ প্রায় শ’খানেক আওয়ামীলীগ নেতা।
এদিকে শুক্রবার সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দ্বীপ উপজেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বাংলানিউজকে জানান, সন্দ্বীপে সাত’শ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া জনসভাস্থলে এবং এর আশপাশে এসএসএফ, পুলিশ ও র্যাব সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, ক্ষমতায় প্রথম মেয়াদে ১৯৯৯ সালে প্রলয়ঙ্করী ঘূর্নিঝড়ের পর সন্দ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।