জাতিসংঘ মহাসচিব আফগানিস্তানের সাম্প্রতিক নির্বাচনে ‘গুরুত্বপূর্ণ অর্জনের’ জন্য রোববার আফগানদের অভিনন্দন জানিয়েছেন।
একইসঙ্গে তিনি ভোট গণনা সময় সাপেক্ষ হওয়ায় এক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার আহবান জানিয়েছেন।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি নির্বাচনে শনিবার ভোট দেয়ার ক্ষেত্রে আফগান নাগরিকরা তালেবান হুমকি সাহসিকতার সাথে অগ্রাহ্য করেছে।
বান বলেন, ‘আফগানিস্তানের এ নির্বাচনে ভোট দিয়ে লাখ লাখ নারী ও পুরুষ তাদের সাহসিকতা তুলে ধরার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ ও ভবিষ্যত নির্ধারণে প্রতিশ্র“তিও রক্ষা করেছেন।’
জাতিসংঘ মহাসচিব আরো বরেন, তালেবানের হুমকি সত্ত্বেও নির্বাচনে এসব নারী পুরুষের অংশগ্রহণ জঙ্গি ও সন্ত্রাসি কর্মকান্ডের বিরুদ্ধে একটি কঠোর বার্তা যে তারা কখনও জয়ী হতে পারে না।
তিনি নির্বাচন আয়োজনকারীদের অভিনন্দন এবং একটি স্বচ্ছ ফলাফল নিশ্চিত করতে তাদের প্রতি আহবান জানিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া প্রধান প্রার্থীরা ইতোমধ্যে ভোট জালিয়াতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।