যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে চলতি বছরের মে মাস থেকে সমন্বিত অভিযান চালানো হবে।
আজ গুলিস্তান থেকে যাত্রাবাড়ী হয়ে কাঁচপুর পর্যন্ত সড়কে চার লেনের নির্মাণ কাজ পরিদর্শনে এসে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান ।
যোগাযোগমন্ত্রী বলেন,চার লেনে উন্নীত করার পাশাপাশি ১৩২ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক প্রশস্তকরণ, ফুট ওভার ব্রীজ নির্মাণ এবং ডিভাইডার নির্মাণ। তিনি আগামী জুনের মধ্যে ৫কিলোমিটার সড়কের কাজ শেষ করার আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ইতোমধ্যে ৫২কিলোমিটার রাস্তা চার লেনে উন্নিতকরণ, ২৪৪টি কালভার্টের মধ্যে ২৩২টি এবং ২৩টি ব্রিজের মধ্যে ১৬টি সমাপ্ত হয়েছে।
তিনি বলেন, তিনটি ব্রিজ হবে চার লেনের। ইতিমধ্যে এ ব্যাপারে চুক্তি হয়েছে। এ বছরের শেষ দিকে কাজ শুরু হবে। এগুলো হল কাঁচপুর, মেঘনা এবং গোমতী। এ কাজের জন্য ৯ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে ৬ হাজার ৪শ’ কোটি টাকা দাতা সংস্থা জাইকা দেবে। এটা এ বছরই শুরু করা হবে।
এ সময় যোগাযোগমন্ত্রীর সাথে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকা বলেছে বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগুচ্ছে তাতে আগামী বিশ বছরে ইংল্যান্ডের চেয়েও দ্বিগুণ উন্নত হবে। আগামী পঞ্চাশ বছর পর পৃথিবীর অর্থনীতির যখন তিনভাগ হারে অগ্রগতি হবে তখন বাংলাদেশের অর্থনীতি বাড়বে সাত ভাগ হারে। বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগুচ্ছে তাতে করে আগামী ৫০বছরে বাংলাদেশের অর্থনীতি চীনকে ছাড়িয়ে যাবে।
পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এ দেশের প্রতিটি মানুষের স্বপ্নের প্রকল্প হচ্ছে পদ্মা সেতু। এ প্রকল্প বাস্তবায়ন করে বিশ্ব দরবারে বাংলাদেশকে আরো উঁচুতে নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর। এ বছরই পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। বর্তমান মহাজোট সরকারের আমলেই বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে।