রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার মান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
পাবনা ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র (পিইউএসটি) ভিসি প্রফেসর আল নকিব চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
প্রতিনিধিদল পিইউএসটি’র কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
দেশের সকল বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদকে তারা আরো অবহিত করেন যে, বিশ্ববিদ্যালয়ে ৫টি অনুষদে ১৩টি বিভাগ এবং ১টি ইনস্টিটিউট রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩ হাজার শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ২০ শতাংশ ছাত্রী।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের আরো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।