জুলাইয়ে আইসিসি সভাপতি হচ্ছেন পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল

জুলাইয়ে আইসিসি সভাপতি হচ্ছেন পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল

mustafa-kamal-bangladeshচলতি বছরের জুলাই মাসে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার দুপুরে গুলিস্থান শপিং কমপ্লেক্সের আশপাশ ও যাত্রাবাড়ী- কাঁচপুর সড়ক ৮ লেনে উন্নতীকরণ প্রকল্প পরিদর্শন শেষে যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পরিকল্পনা মন্ত্রী বলেন. চলতি বছরের জুলাই মাসে আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পাবো। বর্তমানে আমি সহসভাপতির দায়িত্ব পালন করছি।

এসময় তিনি বলেন, চলমান আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন অনেক সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কারণে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজিত দেশ গুলোর মধ্যে বর্তমানে ২য় স্থান অধিকার করেছে। এটা আমাদের অনেক বড় অর্জন।

বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আমাদের দেশ আগের চেয়ে এখন অনেক এগিয়ে যাচ্ছে। বিভিন্ন পরিসংখ্যান টেনে মন্ত্রী জানান, আগামী ৫০ বছর পর অনেক দৃশ্যমান উন্নয়ন সবার চোখে ভাসবে। অনেক উন্নত দেশকে অতিক্রম করা সম্ভব হবে।

খেলাধূলা শীর্ষ খবর