প্যারা-গ্লাইডারে চরে প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের কাছে পৌঁছবেন কংগ্রেস নেতারা

প্যারা-গ্লাইডারে চরে প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের কাছে পৌঁছবেন কংগ্রেস নেতারা

vote-india_19502620131019আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারণা চালাতে উত্তরাখন্ডের কংগ্রেস তাদের প্রার্থীদের আকাশ পথে প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
মেঘালয় প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের সভাপতি নিকোলাই সিংয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্যারাগ্লাইডার টিম কংগ্রেস প্রার্থীদের প্যারাগ্লাইডারে করে প্রত্যন্ত অঞ্চলে তাদের নির্বাচনী এলাকায় পৌঁছে দেবে।
মুখ্যমন্ত্রী হরিষ রাওয়াত ৯ এপ্রিলে হারাওয়ালা থেকে দেরাদুন পর্যন্ত একটি সফর করবেন। গ্লাইডার টিম ৫ মে পর্যন্ত ২৭টি অবস্থান থেকে বিভিন্ন অবস্থানে গমন করবে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে রোববার বলা হয়, একটি প্যারামটর গ্লাইডার ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে দিনে ৪ ঘণ্টার বেশি চলতে পারে। প্রতিটি গ্লাইডারে দিনে ৮০ লিটার পেট্রোল খরচ হয়। প্যারা-গ্লাইডারের সবচেয়ে বড় সুবিধা হলো বহুতল ভবন, বিদ্যুতের খুঁটি বা অন্য কোনো বাধা না থাকলে এগুলো ভূমি থেকে ১০-১৫ ফুট উঁচু দিয়ে উড়ে চলতে পারে।
কংগ্রেসের প্রাদেশিক সাধারণ সম্পাদক বিজয় সারস্বত বলেন, আমরা ইতোমধ্যে আমাদের কর্মসূচির বিস্তারিত বিবরণ নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি। আমাদের বিশ্বাস অচিরেই আমরা অনুমোদন পাবো।
সারস্বত বলেন, নিকোলাই সিং নিজে কংগ্রেস সদস্য হওয়ায় এই প্রচারণার জন্য কোনো অর্থ নিচ্ছেন না।
নিকোলাই সিং জানান, অতীতে মুখ্যমন্ত্রী মুকুল সাংমার জন্য প্রচারণায় অংশ নিলেও লোকসভা নির্বাচনে প্যারা-গ্লাইডার ব্যবহার হবে এই প্রথম।

আন্তর্জাতিক শীর্ষ খবর