ডব্লিউটিও’র ডিজি এবং আঙকটাডের সেক্রেটারি বাংলাদেশ সফর আসছেন

ঢাকা ঃ ২৩ চৈত্র (০৬ এপ্রিল) ঃ

ডব্লিউটিও’র মহাপরিচালক এবং আঙকটাডের সেক্রেটারি

জেনারেল চলতি বছরের মাঝামাঝি বাংলাদেশ সফর করবেন। গত

৪ এপ্রিল অনুষ্ঠিত ‘বালি থেকে ২০১৫ পরবর্তী উন্নয়ন

এজেন্ডাঃ এলডিসি পারসপেকটিভ’ শীর্ষক সম্মেলন উপলক্ষে

জেনেভা সফর কালে আঙকটাডের সেক্রেটারি জেনারেল ড.

মুখিসা কিটুউই এবং বিশ্ব বাণিজ্য সংস্থা(ডব্লিউটিও)

এর মহাপরিচালক রবার্ত এজেনেডো বাণিজ্যমন্ত্রী তোফায়েল

আহমেদের সাথে সাক্ষাৎকালে এ সফরের কথা জানান। এসময় তারা

বিশ্ব বাণিজ্য সংস্থার সুবিধা ব্যবহার করে বাণিজ্য সক্ষমতার

উন্নয়ন, এমডিজি অর্জন, জীবন মানের উন্নয়ন, কর্মসংস্থান

ও মাথাপিছু আয় বৃদ্ধি করতে সক্ষম হওয়ায় বাংলাদেশের প্রসংশা

করেন। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রসার ও অর্থনৈতিক

উন্নয়নে সন্তোশ প্রকাশ করেন। বাংলাদেশের এ অগ্রগতি দেখার

জন্য তারা বাংলাদেশ সফরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

অর্থ বাণিজ্য