বরিশালসহ দক্ষিনাঞ্চলে ডায়রিয়ায় আক্রান্তে সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত দুই সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৫ জন।
এ রোগে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছে ৮ শিশু। যাদের বয়স ৮ থেকে ১০ মাসের মধ্যে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, “গত বছরের চেয়ে এ বছর একটু আগেই ডায়রিয়ার প্রকোপ দেখা যাচ্ছে।”
বিশুদ্ধ পানি পান না করা, বাসি-পচা খাবার খাওয়া এবং সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবই ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার মূল কারণ বলে জানিয়েছেন বরিশাল শেবাচিমের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. কামরুজ্জামান সেলিম বলেন, “প্রতি বছর এপ্রিল-মে মাসে সবচেয়ে বেশি ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। কিন্তু এ বছর মার্চের শেষ সপ্তাহ থেকে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে।”
তিনি আরো বলেন, “রোগীদের মধ্যে নিম্নব্ত্তিদের সংখ্যাই বেশি। এছাড়াও শিশুরা তো রয়েছেই। উচ্চবিত্তের তুলনায় মধ্য এবং নিম্নবিত্তদের বিশুদ্ধ পানি ও খাবারের সুযোগ-সুবিধা এবং সচেতনতা কম থাকায় তারা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে।”